কৃষক ভারতীতে কাজ শেখার সুযোগ। ছবি: সংগৃহীত।
কৃষক ভারতী কো-অপারেটিভ লিমিটেড-এ রয়েছে কাজ শেখার সুযোগ। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।
গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি নেওয়া হবে। কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল, এনভায়ারমেন্ট বিভাগে নিয়োগ করা হবে ট্রেনি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আবেদনের বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে কৃষক ভারতী কো-অপারেটিভ লিমিটেড-এর ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে স্টাইপেন্ড ৫৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত। ১ বছরের প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পর সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ করা হবে ।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীকে কৃষক ভারতী কো-অপারেটিভ লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ৩১ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াই অনলাইনের মাধ্যমে করতে হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কৃষক ভারতী কো-অপারেটিভ লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।