এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন। প্রতীকী ছবি।
সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনের এই পাতায় ফলাফল দেখতে পারছেন পরীক্ষার্থীরা। রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ফলাফল দেখা যাচ্ছে নীচের অংশে।
দুপুর ১২টা থেকে বোর্ডের ক্যাম্প অফিস থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবে স্কুলগুলি।
আর কী ভাবে দেখবেন রেজাল্ট?
১. বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in -এ যেতে হবে।
২. এর পর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. এ বার নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
৪. রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।