IPL 2025

ভারতীয় বোর্ডের ছাঁটাই করা অভিষেক আবার চাকরি পেলেন! কেকেআরের পর কোন দলে যোগ দেবেন?

আইপিএল শেষ হলেই নতুন কাজে যোগ দেবেন অভিষেক নায়ার। ক’দিন আগে ভারতীয় দলের সহকারী কোচের চাকরি গিয়েছে তাঁর। আইপিএলের মাঝে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৩:১৯
Share:
Picture of Abhishek Nayar

অভিষেক নায়ার। —ফাইল চিত্র।

ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে অভিষেক নায়ারকে ছেঁটে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কয়েক দিন আগে বোর্ডের চাকরি খোয়ানোর পর অভিষেক আবার যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আরও একটি চাকরি পেলেন কেকেআরের সহকারী কোচ।

Advertisement

আইপিএল শেষ হলেই নতুন কাজে যোগ দেবেন অভিষেক। টি-টোয়েন্টি মুম্বই লিগের দল মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস মেন্টর হিসাবে নিয়োগ করল অভিষেককে। আগামী ২৬ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি মুম্বই লিগ। আট দলের প্রতিযোগিতা চলবে ৮ জুন পর্যন্ত। ছ’বছর বন্ধ থাকার পর আবার নতুন করে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি। প্রায় ২৮০০ ক্রিকেটার খেলার আগ্রহ প্রকাশ করে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন, ‘‘এমসিএ স্থানীয় কোচ এবং সাপোর্ট স্টাফদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাঁরা যাতে মুম্বই এবং ভারতীয় ক্রিকেটে আরও বেশি অবদান রাখতে পারেন, সেই সুযোগ করে দেওয়াই লক্ষ্য আমাদের।’’ টি-টোয়েন্টি মুম্বই লিগের বিভিন্ন দলের কোচ হিসাবে থাকছেন ওমকার সালভি, রাজেশ পওয়ার, অতুল রানাডে, প্রবীণ তাম্বের মতো কোচদের।

Advertisement

ভারতীয় দলের প্রাক্তন এবং কেকেআরের সহকারী কোচ অভিষেক মেন্টরের ভূমিকায় থাকবেন। আগামী ২৫ মে আইপিএলের ফাইনাল। কেকেআর আইপিএলের ফাইনালে উঠলে কোনও বিশ্রাম পাবেন না অভিষেক। পরের দিনই তাঁকে কাজে নেমে পড়তে হবে টি-টোয়েন্টি মুম্বই লিগের দল মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালসের হয়ে। প্রতিযোগিতার আর একটি দল এআরসিএস আন্ধেরির মেন্টর হয়েছেন পরশ মাম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement