রেজাল্ট কী ভাবে দেখবেন? প্রতীকী ছবি।
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা আগামী ২৪ মে। সোমবার টুইটের মাধ্যমে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমেই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশের ঘোষণা আগেই করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সংসদের তরফে জানানো হয়েছিল, উচ্চ মাধ্যমিকের ফলও ঘোষণা করা হবে আগামী ১০ জুনের মধ্যে। নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই এ বার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
২৪ মে দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণার পর দুপুর সাড়ে ১২টা থেকেই ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। প্রতি বারের মতোই রেজাল্ট দেখা যাবে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে। এ ছাড়াও রেজাল্ট দেখা যাবে এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে।
পরীক্ষার ফলাফল দেখা যাবে আনন্দবাজার অনলাইনের ওয়েবসাইট থেকেও।
কী ভাবে রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?
১. প্রথমে wbbse.wb.gov.in অথবা wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
২. এর পর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. এ বার নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
৪. রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।