KNU Admission 2024

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা বিষয়ে বিটেক-এর সুযোগ, ভর্তি ৩৯টি শূন্য আসনে

বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে তিনটি বিভাগে ভর্তির সুযোগ রয়েছে, সেগুলি হল— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ডেটা সায়েন্স), মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৬:৩৮
Share:

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

চলতি বছরে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-এ প্রাপ্ত নম্বর বা র‍্যাঙ্কের ভিত্তিতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ুয়াদের ভর্তির আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)। ডব্লিউবিজেইই কাউন্সেলিংয়ের মাধ্যমে সমস্ত আসন পূরণ না হওয়ায় এ বার শূন্য আসনগুলিতে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে। বিকেন্দ্রীভূত কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে কয়েকটি বিভাগে বিটেক কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সম্প্রতি এই মর্মে সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে তিনটি বিভাগে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে, সেগুলি হল— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ডেটা সায়েন্স), মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তিনটি বিভাগে মোট আসন রয়েছে ৩৯টি।

বিশ্ববিদ্যালয়ে বিটেক-এ ভর্তির জন্য আবেদনকারীদের এ রাজ্যের বাসিন্দা হতে হবে। পাশাপাশি, চলতি বছরের ডব্লিউবিজেইই-তে তাঁদের ‘জেনারেল মেরিট র‍্যাঙ্ক’ থাকাও জরুরি।

Advertisement

আগ্রহীদের এর জন্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৪ নভেম্বর আবেদনের শেষ দিন। বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে আগামী ৬ নভেম্বর। এর পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের মেধার ভিত্তিতে কোর্সগুলিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে আগামী ১১ নভেম্বর। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement