কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। রয়েছে একাধিক শূন্যপদ। সম্প্রতি এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তরা। এর জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ রয়েছে ৪৩৪টি। সংস্থার কমিউনিটি ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, ফিন্যান্স, লিগ্যাল, মার্কেটিং অ্যান্ড সেলস, মেটিরিয়ালস ম্যানেজমেন্ট, পার্সোনেল অ্যান্ড এইচআর, সিকিউরিটি এবং কোল প্রিপারেশন ক্ষেত্রে নিযুক্তরা কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথম এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করার পর পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁদের আরও এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। অন্য দিকে, ‘প্রবেশন’-এ থাকাকালীন নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগসুবিধাও মিলবে।
সংস্থার লিগ্যাল বিভাগে কাজের জন্য সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান আইনে তিন বা পাঁচ বছরের স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। অন্যান্য বিভাগে কাজের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। দেশের বিভিন্ন শহরে পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষাটি তিন ঘণ্টার। দু’টি পত্র মিলিয়ে পরীক্ষায় মোট নম্বর থাকবে ১০০। পরীক্ষায় নির্ধারিত নম্বর নিয়ে উত্তীর্ণদের নথি যাচাই করে উল্লিখিত পদে নিয়োগ করা হবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১,১৮০ টাকা। আগামী ১৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।