Kalyani

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট-সহ আরও পদে নিয়োগ, ইন্টারভিউ কবে?

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৭
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ২টি পদে কর্মী নেওয়া হবে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

Advertisement

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বল্প সময়ের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যা/ উদ্ভিদবিদ্যায় স্নাতক হতে হবে। সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য ৩৫ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে মেল করে দিতে হবে। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মেল করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এই ওয়েবসাইটটি দেখুন— https://klyuniv.ac.in/।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement