প্রকাশিত হয়েছে ফলাফল। প্রতীকী ছবি।
সপ্তাহ জুড়ে বিভিন্ন বোর্ডের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। সিবিএসই, আইএসসি, আইসিএসই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক–সহ অন্যান্য রাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে গত কিছু সপ্তাহের মধ্যে। এ বার জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার (জেইই মেন) সেশন ২-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে দ্বিতীয় পত্রের পরীক্ষার ফল ঘোষণা হয়েছে।
২০২৩ বর্ষের এপ্রিল সেশনের জন্য যে পড়ুয়ারা ব্যাচেলর অব আর্কিটেকচার এবং ব্যাচেলর অব প্ল্যানিং পত্রের পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা জেইই মেন-এর ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।
কী ভাবে দেখবেন ফলাফল?
জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা ২০২৩ বর্ষের দ্বিতীয় সেশন ৬ এপ্রিল থেকে শুরু হয়েছিল। ৬ থেকে ৮, ১০, ১১, ১২, ১৩ এবং ১৫ এপ্রিল পরীক্ষা হয়।