জেনপাস ইউজি পরিক্ষা। প্রতীকী ছবি।
রাজ্যে স্নাতক স্তরে ২০২৩ বর্ষের জন্য জেনপাস (জয়েন্ট এন্ট্রান্স নার্সিং প্যরামেডিক্যাল অ্যালায়েড সায়েন্সেস) পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, ঘোষণা করা হয়েছে পরীক্ষার দিন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে ওয়েবসাইটে জানানো হয়েছে দিনক্ষণ।
১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন-প্রক্রিয়া। চলবে ৩১ জানুয়ারি ২০২৩ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। জেনপাস ইউজি-র পরীক্ষা হবে ১১ জুন ২০২৩।
কী ভাবে আবেদন করবেন:
wbjeeb.nic.in— এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে।
হোমপেজ থেকে ‘অ্যাপ্লাই ফর জেনপাস (ইউজি) ২০২৩’ লেখাটির উপর ক্লিক করতে হবে।
যদি আগে থেকে রেজিট্রেশন করা না থাকে, তা হলে প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
এর পর রেজিস্ট্রেশন নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
আবেদনপত্রটি পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য এবং স্ক্যান করা নথি দিয়ে।
সব শেষে আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা করে আবেদনপত্রটি ‘সাবমিট’ করতে হবে।
পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন।
একজন প্রার্থী প্রয়োজনীয় সঠিক তথ্য অর্থাৎ জন্মতারিখ, ঠিকানা-সহ বাকি তথ্য দিয়ে শুধুমাত্র একটি আবেদনপত্রই পূরণ করতে পারবেন।
প্রসঙ্গত, জেনপাস ইউজি (আন্ডার গ্র্যাজুয়েট) পরিক্ষাটি আয়োজিত হয়, স্নাতক স্তরে নার্সিং, প্যারামেডিক্যাল এবং অ্যালায়েড সায়েন্সেস নিয়ে রাজ্যের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়ার জন্য।
এই বিষয়ে বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের wbjeeb.nic.in ওয়েবসাইটটি দেখুন ।