যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিসার্চ স্কলার নেওয়া হবে। সম্প্রতি সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
স্বল্প সময়ের জন্য রিসার্চ স্কলার নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘সফটঅয়্যার রিলায়াবিলিটি অ্যান্ড সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট: মডেলিং অ্যান্ড অ্যালগরিদম’ প্রজেক্টের কাজে রিসার্চ স্কলার প্রয়োজন।
আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে এমই (মাস্টার অব ইঞ্জিনিয়ারিং)/ এমটেক (মাস্টার অব টেকনোলজি) ডিগ্রি থাকা প্রয়োজন। নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)/ সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট )/ গেট (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার বিষয়ে পারদর্শী হলে আগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। প্রথমে ১ বছরের জন্য এই প্রজেক্টের কাজে নেওয়া হবে। তবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।
২৪ এপ্রিল ‘ওয়াক ইন ইন্টারভিউ’ হবে। ইন্টারভউ শুরু হবে সকাল ১১টা থেকে। তবে, তার আগে যে সমস্ত প্রার্থী ইন্টারভিউতে অংশ নিতে চান তাঁদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় মূল এবং স্ব-প্রত্যয়িত নথি সঙ্গে রাখা প্রয়োজন।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।