JU Admission 2023

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থেকে পিএউচডি করতে চান? বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

আগে আবেদনের সময়সীমা ছিল ১০ জুলাই পর্যন্ত। তবে, সেই সময়সীমা বাড়ানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৮:১৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলা বিভাগের একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই মর্মে আগেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। যেখানে আবেদনের সময়সীমা ছিল ১০ জুলাই পর্যন্ত। তবে, সেই সময়সীমা বাড়ানো হয়েছে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। ৩১ জুলাই পর্যন্ত আবেদনপত্র পূরণ করা যাবে।

Advertisement

বাংলা, তুলনামূলক সাহিত্য, অর্থনীতি, এডুকেশন, ইংরেজি, ফিল্ম স্টাডিজ়, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, দর্শন, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত এবং সমাজবিজ্ঞান বিষয়ে রয়েছে পিএইচডি-র সুযোগ। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। লিখিত পরীক্ষার মাধ্যমে মিলবে এই সুযোগ।

কোন বিভাগে কতগুলি আসন রয়েছে?

Advertisement

বাংলা বিভাগে ১৬টি

কমপারেটিভ লিটারেচার বিভাগে ৮টি

অর্থনীতি বিভাগে ১৭টি

এডুকেশন বিভাগে ২০টি

ইংরেজি বিভাগে ৬টি

ফিল্ম স্টাডিজ় বিভাগে ৬টি

ইতিহাস বিভাগে ২টি

ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগে ১৭টি

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগে ৪টি

ফিলোজফি বিভাগে ১১টি

ফিজিক্যাল এডুকেশন বিভাগে ৯টি

সংস্কৃত বিভাগে ১৩টি

সমাজবিজ্ঞান বিভাগে ৫টি

সাধারণ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে এই আসনগুলি রয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্যও জমা দেওয়া দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩১ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement