যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সাংবাদিকতা এবং গনজ্ঞাপন নিয়ে উচ্চস্তরে পড়ার ইচ্ছে রয়েছে? কিন্তু স্নাতকোত্তর করতে নারাজ! কাজের পাশাপাশি ডিপ্লোমা কোর্স করতে চান। তা হলে এক বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিতে পারেন। কারণ, সম্প্রতি এই প্রতিষ্ঠান মাস কমিউনিকেশনে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমায় ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করতে চলেছে।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ডিপার্টমেন্ট অফ অ্যাডাল্ট কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন (ডিএসিইই)-এর তরফে ভর্তি নেওয়া হবে। এক বছরের সান্ধ্যকালীন কোর্স। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ক্লাস হবে। ২০ হাজার টাকা কোর্স ফি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভর্তি হওয়া যাবে। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।