ইসরোতে নিয়োগ। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার (ইসরো) বিজ্ঞানী ও গবেষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা ইসরো-র সরকারি ওয়েবসাইট-isro.gov.in-এ গিয়ে আবেদন জানাতে পারেন।
গেট পরীক্ষার নম্বরের ভিত্তিতে গ্রুপ 'এ' গেজেটেড এই পদগুলিতে দশম বেতনক্রম অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে। এই পদে চাকরিপ্রার্থীদের আবেদন জানানোর শেষ দিন ১৯ ডিসেম্বর। মোট ৬৮টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও কম্পিউটার সায়েন্স বিভাগের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিযুক্ত প্রার্থীদের ইসরোর বিভিন্ন কেন্দ্রে পোস্টিং দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা:
ইলেকট্রনিক্স বিভাগে:২১ জন
মেকানিক্যাল বিভাগে:৩৩ জন
কম্পিউটার সায়েন্স বিভাগে: ১৪ জন
শিক্ষাগত যোগ্যতা:
ইলেকট্রনিক্স বিভাগের জন্য আবেদনকারীদের বিই বা বিটেক ডিগ্রি অথবা এর সমতুল ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর কোর্সে ন্যূনতম ৬৫ শতাংশ-সহ প্রথম শ্রেণিতে পাশ করতে হবে বা ১০-এ ৬.৮৪ সিজিপিএ থাকতে হবে।
মেকানিক্যাল বিভাগের জন্য আবেদনকারীদের বিই বা বিটেক ডিগ্রি অথবা এর সমতুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর কোর্সে ন্যূনতম ৬৫ শতাংশ-সহ প্রথম শ্রেণিতে পাশ করতে হবে বা ১০-এ ৬.৮৪ সিজিপিএ থাকতে হবে।
কম্পিউটার সায়েন্স বিভাগের জন্য আবেদনকারীদের বিই বা বিটেক ডিগ্রি অথবা এর সমতুল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর কোর্সে ন্যূনতম ৬৫ শতাংশ-সহ প্রথম শ্রেণিতে পাশ করতে হবে বা ১০-এ ৬.৮৪ সিজিপিএ থাকতে হবে।
পরীক্ষার্থীরা কী ভাবে এই পদগুলিতে আবেদন জানাবেন?
১. পরীক্ষার্থীদের প্রথমেই ইসরোর সরকারি ওয়েবসাইট- https://www.isro.gov.in/-এ যেতে হবে।
২. এর পর হোমপেজে 'কেরিয়ার' ট্যাবে গিয়ে 'কারেন্ট অপারচুনিটিজ়'-এ ক্লিক করতে হবে।
৩. এ বার 'রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার এসসি অন দ্য বেসিস অফ গেট স্কোর' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪. লিঙ্কটিতে ক্লিক করলেই অনলাইন আবেদনপত্রের আর একটি লিঙ্ক স্ক্রিনে দেখতে পাওয়া যাবে।
৫. সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্রটি জমা দিয়ে দিতে হবে।
৬. পরীক্ষার্থীরা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।