ISRO Recruitment 2023

ইসরো-তে কাজের সুযোগ, আবেদনের জন্য কী যোগ্যতা প্রয়োজন?

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের বেতন প্রতি মাসে ৪৪,৯০০ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ১৪:০২
Share:

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রতীকী ছবি।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

একাধিক বিভাগে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান ‘বি’, ড্রাফটসম্যান, ভারী এবং হালকা যানচালক এবং ফায়ারম্যান পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য একাধিক শূন্যপদ রয়েছে।

ভারতের নাগরিকেরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হওয়া প্রয়োজন। ফায়ারম্যান পদের ক্ষেত্রে ২৫ বছর সর্বোচ্চ বয়স এবং বাকি পদের জন্য ৩৫ বছর বয়সের সর্বোচ্চ সীমা। আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে প্রতি মাসে ৪৪,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে। টেকনিশিয়ান ‘বি’ এবং ড্রাফটসম্যান পাবেন প্রতি মাসে ২১,৭০০ টাকা। ভারী এবং হালকা যানচালক এবং ফায়ারম্যানরা পাবেন প্রতি মাসে ১৯,৯০০টাকা।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ারে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। ওয়েবসাইট থেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দেওয়া প্রয়োজন। ২৪ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement