ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।
স্বল্প সময়ের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট পদে নেওয়া হবে। আবেদনের জন্য সায়েন্সে পিএইচডি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে আগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থী। ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র থাকা প্রয়োজন। প্রথমে ১ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স থেকে ইন্টারভিউয়ের সময় ফেলোশিপ বাবদ কত টাকা দেওয়া হবে, তা ঠিক হবে।
ইন্টারভিউতে বসার আগে প্রার্থীকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে মেল করতে হবে। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ১২ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।