টাঁকশাল। ছবি: সংগৃহীত।
কলকাতার টাঁকশালে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মাইনিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসপিএমসিআইএল)-এর তরফে নেওয়া হবে কর্মী। সেই মর্মে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সুপারভাইজ়ার, এনগ্রেভার (খোদাইকারী), এবং জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ করা হবে। অনলাইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এই পদগুলিতে। মোট শূন্যপদ রয়েছে ৯টি। সুপারভাইজ়ার প্রতি মাসে বেতন পাবেন ২৭,৬০০ থেকে ৯৫,৯১০ টাকার মধ্যে। ১৮ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এনগ্রেভার পাবেন ২৩,৯১০ থেকে ৮৫,৫৭০ টাকার মধ্যে। এ ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। জুনিয়র টেকনিশিয়ানকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকার মধ্যে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে গভর্নমেন্ট মিন্ট কলকাতা-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদন মূল্যও জমা দেওয়া দরকার। ৭ জুলাই ’২৩ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে গভর্নমেন্ট মিন্ট কলকাতা-র ওয়েবসাইটটি দেখতে পারেন।