IIT

আইআইটি জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা, কোথায় দেখা যাবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে গত ১১ সেপ্টেম্বর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড, ২০২২-এর ফল ঘোষণা করেছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। —

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১২:১১
Share:

আইআইটি জেইই অ্যাডভান্সড-এর ফল ঘোষণা সংগৃহীত ছবি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে গত ১১ সেপ্টেম্বর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড, ২০২২-এর ফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা এখন সরাসরি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড-এর অফিসিয়াল ওয়েবসাইট —jeeadv.ac.in-এ তাদের প্রাপ্ত নম্বর দেখতে পারবেন।চলতি বছর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বের আরকে শিশির জেইই অ্যাডভান্সড, ২০২২-এর কমন র‌্যাঙ্ক তালিকায় (সিআরএল) শীর্ষস্থান অধিকার করেছেন। তিনি মোট ৩৬০ নম্বরের মধ্যে ৩১৪ নম্বর পেয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন, আইআইটি দিল্লির তনিষ্কা কাবরা। তিনি কমন র‌্যাঙ্ক তালিকায় (সিআরএল)-এ ১৬ তম স্থান দখল করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৩৬০ নম্বরের মধ্যে মোট ২৭৭।

Advertisement

পরীক্ষাটি ২৮ অগস্ট, ২০২২ তারিখে দু’টি পর্বে আয়োজিত হয়েছিল। পরীক্ষার্থীরা ১ সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০টা থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অ্যাডভান্সড-এর অফিসিয়াল ওয়েবসাইট — jeeadv.ac.in-এ উত্তরপত্রের অনুলিপি দেখতে এবং ডাউনলোড করেছেন। এ ছাড়া ৩ সেপ্টেম্বর থেকে প্রভিশনাল উত্তরগুলিও ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement