আইআইএম কলকাতা। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কলকাতায় গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সে ডিগ্রিধারীরাই প্রকল্পটিতে কাজের সুযোগ পাবেন। অস্থায়ী ভাবে নির্ধারিত সময়ের জন্য প্রকল্পে নিয়োগ হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের নিজস্ব অর্থেই প্রকল্পের কাজটি সম্পন্ন হবে। প্রকল্পটির নাম— ‘বেজ়িয়ান এস্টিমেশন অফ মাল্টি-স্টেট মাল্টিপল রেকর্ড সিস্টেম’।
সংশ্লিষ্ট প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর ফান্ডিং এবং নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিস্টিক্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, আর প্রোগ্রামিং এবং মাল্টিপল সিস্টেমস এস্টিমেশন সংক্রান্ত জ্ঞান থাকাও জরুরি। যাঁরা স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষ বা সিমেস্টারে রয়েছেন, তাঁরাও এই পদে আবেদন জানাতে পারবেন।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।