সুস্থায়ী উন্নয়নের প্রাসঙ্গিকতা ব্যাখা করছেন প্রতিষ্ঠানের অধিকর্তা। নিজস্ব চিত্র।
ক্যাম্পাসে আবর্জনা পুনর্ব্যবহারের জন্য বিশেষ কেন্দ্র। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের ক্যাম্পাসে ওই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্তকুমার, অধিকর্তা ভিএমএসআর মূর্তি, রেজিস্ট্রার বিশ্বজিৎ ভট্টাচার্য-সহ বিভিন্ন বিভাগের ডিন, আধিকারিক, অধ্যাপক, শিক্ষাকর্মী-সহ উপস্থিত ছিলেন পড়ুয়ারাও।
ক্যাম্পাসে চালু হয়েছে রিপেয়ার অ্যান্ড রি-ইউজ় ফেসিলিটি। নিজস্ব চিত্র।
গ্লোবাল রিসাইক্লিং ডে উপলক্ষে ‘রিপেয়ার অ্যান্ড রি-ইউজ় ফেসিলিটি’-র আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রতিষ্ঠানের গ্রিন ক্যাম্পাস অ্যান্ড ক্লিন ক্যাম্পাস কর্মসূচির অধীনে এই কেন্দ্র থেকেই ভবিষ্যতে পড়ুয়ারা পচনশীল এবং অপচনশীল বর্জ্য পুনর্ব্যবহার করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে অধিকর্তা পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার বার্তা দেন। এর জন্য বর্জ্যের পরিমাণ কমানো এবং আরও বিভিন্ন উপায়ে কী ভাবে প্রয়োজনীয় সামগ্রীকে পুনর্ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে তিনি চর্চার আর্জিও জানান।