ইগনু। ছবি: সংগৃহীত।
স্কুলের গণ্ডি পেরিয়ে পরিস্থিতির কারণে অথবা সময়ের অভাবে অনেকেরই উচ্চস্তরে পড়াশোনা করার সুযোগ হয়ে ওঠে না। সে ক্ষেত্রে সবথেকে উপযোগী হয়ে ওঠে দূরশিক্ষা মাধ্যম। সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুযোগ করে দিচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু)।
জুলাই ২০২৩ বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি-তে। ১৫ মে থেকে শুরু হয়েছে বিভিন্ন কোর্সে ভর্তির প্রক্রিয়া। চলবে ৩০ জুন পর্যন্ত। স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা-তে ভর্তি হওয়া যাবে।
কী ভাবে আবেদন করবেন:
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইগনু-র ওয়েবসাইটটি দেখতে পারেন।