ইগনু। ছবি: সংগৃহীত।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে বিএড (ব্যাচেলর অফ এডুকেশন) পিএইচডি (ডক্টর অফ ফিলোজফি) এবং বিএসসি (ব্যাচেলর অফ সায়েন্স নার্সিং) কোর্সে যদি কোনও প্রার্থী ভর্তি হতে চান, তা হলে ২৫ ডিসেম্বর ২০২২-এর মধ্যে তাঁকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
যে প্রার্থীরা ইগনু প্রবেশিকা পরীক্ষা ২০২২-এর জন্য আবেদন করতে চান, তাঁদের ২৫ ডিসেম্বরের মধ্যে ইগনু-র ওয়েবসাইটে আবেদনপত্র জমা দিতে হবে। বিএড, বিএসসি নার্সিং, পিএইচডি কোর্সে আবেদন জানানোর জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রয়োজন স্নাতক এবং বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর অথবা সমাজবিজ্ঞান বা কমার্স বা হিউম্যানিটি বিভাগে।
বিএড, বিএসসি নার্সিং এবং পিএইচডি কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা হতে পারে আগামী ৮ জানুয়ারি ২০২৩-এ। শুধু মাত্র অনলাইনের মাধ্যমেই ইগনু-র ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
এক নজরে দেখে নিন, কী ভাবে আবেদন করবেন:
প্রবেশিকা পরীক্ষার জন্য ফর্মের মূল্য হিসাবে ১০০০টাকা ধার্য করা হয়েছে। এক বার টাকা জমা হয়ে গেলে তা ফেরতযোগ্য নয় বলে জানানো হয়েছে ইগনু-র তরফ থেকে। ইচ্ছুক প্রার্থীদের ২৫ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।