IBPS

আইবিপিএস আরআরবি পিও-র ফলপ্রকাশ, জেনে নিন কী ভাবে দেখবেন

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (আইবিপিএস) আরআরবি পিও পদের প্রিলিমিনারি পরীক্ষার মার্কশিট প্রকাশ করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ২২:১৯
Share:

আইবিপিএস আরআরবি পিও-র ফলপ্রকাশ সংগৃহীত ছবি

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (আইবিপিএস) আরআরবি পিও পদের প্রিলিমিনারি পরীক্ষার মার্কশিট প্রকাশ করেছে। মার্কশিটটি আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ফল পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইটে দেখতে পাবেন।

Advertisement

কী ভাবে দেখবেন রেজাল্ট?

১. প্রথমেই আইবিপিএস-এর সরকারি ওয়েবসাইট- https://www.ibps.in/-এ যেতে হবে।

Advertisement

২. এর পর হোমপেজের সিআরপি আরআরবি সেকশনে ক্লিক করতে হবে।

৩. এখানে ‘সিআরপি আরআরবি ফেস ১১’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৪. এর পর একটি নতুন পেজে ‘ডাউনলোড আইবিপিএস আরআরবি পিও প্রিলিমিনারী স্কোরকার্ড’-এ ক্লিক করতে হবে।

৫. নিজের লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করলেই স্কোরকার্ডটি দেখা যাবে।

৬. এরপর পরীক্ষার্থীরা চাইলে সেই মার্কশিটটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement