এনআইবিএমজি। সংগৃহীত ছবি।
কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)-এ একটি স্বল্পমেয়াদি প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে স্নাতকরাই প্রতিষ্ঠানে গবেষণামূলক কাজের সুযোগ পাবেন। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের যে গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘ইনভেস্টিগেটিং দ্য গাট মাইক্রোব অ্যান্ড হোস্ট এপিজেনোমিক প্রোফাইলস ইন প্রিটার্ম স্টান্টেড ইনফ্যান্টস অ্যাট ৬ মান্থস অফ এজ ইন এ লো টু মিড সোশিয়োইকোনমিক নেবারহুড অফ নর্থ ইন্ডিয়া’। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পরে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে।
প্রকল্পটিতে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য প্রার্থীর বয়সসীমার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ কর হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ২৫,৪০০ টাকা।
প্রকল্পে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে ব্যাচেলর্স ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ যথাসময়ে বাছাই প্রার্থীদের জানানো হবে। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।