ইন্টারভিউয়ের জন্য কী ভাবে প্রস্তুতি নেবেন? প্রতীকী ছবি
৩০ সেপ্টেম্বরই পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিকে ২০১৬-এর পরীক্ষায় যাঁরা পাশ করেছিলেন, সেই দেড় হাজার প্রার্থীর ইন্টারভিউয়ের সময় ঘোষণা করা হয়েছে। পুজোর পরেই অক্টোবরের তৃতীয় সপ্তাহে মোট ১ হাজার ৫৮৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। ২০১৬ সালে প্রথম বার আয়োজিত স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যবস্থা করা হয়। কিন্তু তার পর মেধাতালিকা প্রকাশের পর সেখানে দুর্নীতির অভিযোগ ওঠে ও মেধাতালিকা বাতিল হয়ে যায়। এর পর আদালতের নির্দেশে শুক্রবার এসএসসি ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
পরীক্ষার্থীরা ইন্টারভিউয়ের আগে কী ভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নেবেন?
ইন্টারভিউয়ে বাংলা বা ইংরেজি মাধ্যমে পরীক্ষার্থীরা প্রশ্নের উত্তর দিতেপারবেন। পরীক্ষকরা ইন্টারভিউতে পরীক্ষার্থীদের তাঁদের বিষয়ের উপর বা অন্য ধরনের প্রশ্ন করেন। এই সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ভাবে ও স্বচ্ছন্দে দিতে পারলে, পরীক্ষার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে।
এ ছাড়া আর কী কী ধরনের প্রশ্ন করা হতে পারে?
ইন্টারভিউতে খুব সাধারণ প্রশ্নও পরীক্ষার্থীদের করা হয়। যেমন—
১. আপনার কী কী শখ আছে?
২. আপনি কেন উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক/ শিক্ষিকা হতে চান?
৩. আপনি উচ্চশিক্ষার জন্য কেন চেষ্টা করছেন না?
৪. কিছু জনপ্রিয় শিক্ষকের নাম উল্লেখ করুন।
৫. একজন আদর্শ শিক্ষকের কী কী গুণাবলি থাকা উচিত?
৬. আপনার কি মনে হয়, আপনার মধ্যে একজন শিক্ষক হওয়ার সমস্ত গুণাবলি রয়েছে?
ইন্টারভিউয়ের জন্য কিছু টিপস:
১. আপনি যদি এর আগে কখনও ইন্টারভিউ না দিয়ে থাকেন, তা হলে এ ক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে, টেনশন করা যাবে না। মাথা ঠান্ডা রেখে প্রত্যয়ের সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর দিন।
২. আপনি যদি বাংলা ভাষাতেই ইন্টারভিউয়ের সমস্ত উত্তর দিতে চান, তা হলে ইন্টারভিউ শুরু হওয়ার আগেই পরীক্ষককে সেই কথা জানিয়ে দিন।
৩. ইন্টারভিউয়ের উত্তর দেওয়ার সময় মাথা নিচু করে উত্তর দেবেন না, সরাসরি পরীক্ষকের দিকে তাকিয়েই সমস্ত প্রশ্নের উত্তর দিন। এর ফলে পরীক্ষক বুঝতে পারবেন, আপনি নার্ভাস হননি ও শিক্ষক পদে যুক্ত হওয়ার মতো মানসিক জোর আপনার রয়েছে।
৪. ইন্টারভিউ দিতে ঢোকার সময় দরজায় টোকা দিয়ে পরীক্ষকদের অনুমতি নিয়েই ভিতরে প্রবেশ করুন।
৫. যদি কোনও প্রশ্নের উত্তর না জানেন, তা হলে পরীক্ষককে জানিয়ে দিন যে, আপনি সেই উত্তর জানেন না।
এ ছাড়া পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের দিন সমস্ত আসল নথি ও শংসাপত্রের সঙ্গে ফটোকপিও যাচাইয়ের জন্য নিয়ে যেতে হবে।
যে হেতু আর বেশি দেরি নেই, উপরোক্ত বিষয়গুলি মাথায় রেখে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দিন।