SBI

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(SBI)-এর ক্লার্ক পদে নিয়োগ: জেনে নিন কী ভাবে আবেদন জানাবেন

SBI ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২০২২ এর SBI ক্লার্ক পদে আবেদন জানানোর জন্য SBI এর তরফ থেকে ৭ সেপ্টেম্বরই SBI ক্লার্ক অনলাইন আবেদনপত্রের লিঙ্ক সক্রিয় করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৬
Share:

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(SBI)-এর ক্লার্ক পদে নিয়োগ সংগৃহীত ছবি

সরকারি ব্যাঙ্কের সুরক্ষিত চাকরির খোঁজে থাকেন বহু ছেলেমেয়েই। এ বছরের জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.sbi.co.in/careers-এ এসবিআই ক্লার্ক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারেন ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে। যে সমস্ত পরীক্ষার্থী ব্যাঙ্কের চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, তাঁরা এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে SBI Clerk 2022-তে নিয়োগ-বিজ্ঞপ্তিটি ভাল ভাবে পড়ে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে পারেন। অনলাইন মাধ্যমেই সমস্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও এসবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে।

Advertisement

২০২২ এর SBI ক্লার্ক পদে আবেদন জানানোর জন্য SBI এর তরফ থেকে ৭ সেপ্টেম্বরই SBI ক্লার্ক অনলাইন আবেদনপত্রের লিঙ্ক সক্রিয় করা হয়েছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে, পরীক্ষার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছে৷ SBI এর তরফ থেকে আরও জানানো হয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে ইন্টারনেট নেটওয়ার্ক সমস্যা বা অন্য কোনও সমস্যার জন্য আবেদনপত্র জমা করতে না পারলে সেই দায় SBI-এর নয়।

যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এসবিআই ক্লার্ক ২০২২-এ কী ভাবে আবেদন জানাবেন, তা নীচে বিস্তারিত দেওয়া হল-

Advertisement

১. আবেদনকারীদের প্রথমেই SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে -https://sbi.co.in-এ যেতে হবে।

২. এর পর 'সর্বশেষ ঘোষণা বিভাগে' ক্লিক করতে হবে।

৩. সেখানে 'জুনিয়র ক্লার্ক রিক্রুটমেন্ট (গ্রাহক সহায়তা ও বিক্রয়)' বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে ।

৪. তার পর 'অ্যাপ্লাই অনলাইন' -বলে জায়গাটিতে ক্লিক করুন।

৫. এর পর নতুন যে 'রেজিস্ট্রেশন লিঙ্ক'-এর উইন্ডো খুলে যাবে, সেখানে 'অ্যাপ্লিকেশন' নামের উইন্ডোতে নতুন রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজের নাম রেজিস্টার করুন।

৬. এখানে পরীক্ষার্থীদের নিজের নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিতে হবে।

৭. সমস্ত তথ্য দিয়ে এর পর 'সাবমিট' এ ক্লিক করলে পরীক্ষার্থীর অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।

৮. এখানে একটি রেজিস্ট্রেশন আইডি উল্লিখিত থাকতে হবে প্রতিটি প্রার্থীর জন্য।

৯. এর পরে আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রার্থীকে রেজিস্ট্রেশন আইডি, জন্মতারিখ এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

১০. এর পরের ধাপে, প্রার্থীকে SBI দ্বারা উল্লিখিত নির্দিষ্ট মাপের একটি ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।

১১. আবেদনপত্রের দ্বিতীয় অংশের তথ্যপূরণ করতে হলে প্রার্থীকে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

১২. এর পর আবেদনপত্রে উল্লিখিত সমস্ত তথ্য যাচাই করে নিয়ে প্রার্থীকে আবেদনপত্রটি জমা দিতে হবে।

১৩.জমা করা আবেদনপত্রের একটি প্রিন্ট আউট প্রার্থীদের নিজের কাছে রাখতে হবে ভবিষ্যতের সুবিধার্থে।

১৪. এর সঙ্গে প্রার্থীদের আবেদনমূল্যটিও জমা করে দিতে হবে।

আবেদনমূল্য

SBI ক্লার্ক পদে আবেদনমূল্য অনলাইন মাধ্যমে দিতে হবে. এক্ষেত্রে এসসি, এসটি, পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানদের কোন আবেদনমূল্য জমা করতে হবে না। অন্য দিকে জেনারেল, ওবিসি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের ৭৫০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা করতে হবে।

যে সমস্ত নথি আপলোড করতে হবে -

১. ছবির মাপ ৪.৫ সেমি * ৩.৫ সেমি এবং ছবির আয়তন ২০ কেবি থেকে ৫০ কেবি হতে হবে।

২. স্বাক্ষরের আয়তন ১০ কেবি থেকে ২০ কেবি হতে হবে।

সমস্ত নথি আপলোড করার সময় যা যা মাথায় রাখতে হবে:

১. SBI ক্লার্ক পদে আবেদন জানানোর সময় প্রার্থীদের অবশ্যই ক্যাপিটাল লেটার্সে সাইন ইন করতে হবে।

২. রেজিস্ট্রেশনের সময় একটি বৈধ ইমেইল আইডি দিতে হবে।

SBI ক্লার্ক ২০২২-এ আবেদনপত্র জমা করার বিষয়ে কিছু তথ্য:

১.আবেদন একমাত্র অনলাইন মাধ্যমেই জানানো যাবে। আবেদনপত্রের মুদ্রিত/ হার্ড কপিগুলিকে গ্রহণ করা হবে না।

২.অনলাইন পরীক্ষায় সমস্ত প্রশ্নপত্র অবজেক্টিভ এমসিকিউ ধরনের হবে ।

৩. SBI ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই যোগ্যতার মানদণ্ড ভাল ভাবে দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement