গেল ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।
গেল ইন্ডিয়া লিমিটেড-এ বিভিন্ন বিভাগে এগজিকিউটিভ গ্রেডে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ২৭৭টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতিমধ্যে পদগুলিতে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। আগ্রহীরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি গেল-এর ওয়েবসাইট https://www.gailonline.com/CRApplyingGail.html-এ গিয়ে দেখতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলি জানানো হয়েছে, সেগুলি হল--
পদমর্যাদা ও শূন্য আসনের সংখ্যা:
১. চিফ ম্যানেজার (রিনিউয়েবল এনার্জি)-৫টি
২. সিনিয়র ইঞ্জিনিয়ার (রিনিউয়েবল এনার্জি)-১৫টি
৩. সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)- ১৩টি
৪. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)-৫৩টি
৫. সিনিয়র ইঞ্জিনিয়ার(ইলেক্ট্রিক্যাল)-২৮টি
৬. সিনিয়র ইঞ্জিনিয়ার (ইন্সট্রুমেন্টেশন)-১৪টি
৭. সিনিয়র ইঞ্জিনিয়ার (গেলটেল টিসি/টিএম)-৩টি
৮. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেটালার্জি)-৫টি
৯. সিনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি)-২৫টি
১০. সিনিয়র অফিসার(সি অ্যান্ড পি)-৩২টি
১১. সিনিয়র অফিসার (মার্কেটিং)-২৩টি
১২. সিনিয়র অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)-২৩টি
১৩. সিনিয়র অফিসার(হিউমান রিসোর্সেস)-২৪টি
১৪. অফিসার (সিকিউরিটি)-১৪টি
বেতন কাঠামো:
১. চিফ ম্যানেজার (রিনিউয়েবল এনার্জি)-৯০,০০০-২,৪০,০০০ টাকা
২. সিনিয়র ইঞ্জিনিয়ার (রিনিউয়েবল এনার্জি)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৩. সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)- ৬০,০০০-১,৮০,০০০ টাকা
৪. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৫. সিনিয়র ইঞ্জিনিয়ার(ইলেক্ট্রিক্যাল)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৬. সিনিয়র ইঞ্জিনিয়ার (ইন্সট্রুমেন্টেশন)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৭. সিনিয়র ইঞ্জিনিয়ার (গেলটেল টিসি/টিএম)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৮. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেটালার্জি)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৯. সিনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১০. সিনিয়র অফিসার(সি অ্যান্ড পি)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১১. সিনিয়র অফিসার (মার্কেটিং)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১২. সিনিয়র অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১৩. সিনিয়র অফিসার(হিউমান রিসোর্সেস)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১৪. অফিসার (সিকিউরিটি)-৫০,০০০-১,৬০,০০০ টাকা
আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা:
১. চিফ ম্যানেজার (রিনিউয়েবল এনার্জি)-৪০ বছর
২. সিনিয়র ইঞ্জিনিয়ার (রিনিউয়েবল এনার্জি)-২৮ বছর
৩. সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)- ২৮ বছর
৪. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)-২৮ বছর
৫. সিনিয়র ইঞ্জিনিয়ার(ইলেক্ট্রিক্যাল)-২৮ বছর
৬. সিনিয়র ইঞ্জিনিয়ার (ইন্সট্রুমেন্টেশন)-২৮ বছর
৭. সিনিয়র ইঞ্জিনিয়ার (গেলটেল টিসি/টিএম)-২৮ বছর
৮. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেটালার্জি)-২৮ বছর
৯. সিনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি)-২৮ বছর
১০. সিনিয়র অফিসার(সি অ্যান্ড পি)-২৮ বছর
১১. সিনিয়র অফিসার (মার্কেটিং)-২৮ বছর
১২. সিনিয়র অফিসার (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস)-২৮ বছর
১৩. সিনিয়র অফিসার(হিউমান রিসোর্সেস)-২৮ বছর
১৪. অফিসার (সিকিউরিটি)-৪৫ বছর
পোস্টিং: নিযুক্তদের গেল-এর বিভিন্ন প্রজেক্ট বা অফিসে পোস্টিং দেওয়া হবে।
বাছাই প্রক্রিয়া: পদগুলিতে প্রার্থীদের গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। কিছু পদের ক্ষেত্রে প্রার্থীদের শারীরিক পরীক্ষাও পাশ করতে হবে।
আবেদনমূল্য: এই পদে আবেদন জানানোর জন্য জেনারেল, অর্থনৈতিক ভাবে পশ্চাদপদ, ওবিসি-এনসিএল ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ২০০ টাকা জমা দিতে হবে। তবে এসসি,এসটি, পিডাব্লিউবিডি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের এই পদে আবেদনের জন্য কোনও টাকা জমা দিতে হবে না।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনেই এই পদগুলিতে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য গেল-এর ওয়েবসাইট-https://gailonline.com/-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পদগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪ জানুয়ারি থেকে, যা ২ ফেব্রুয়ারি সন্ধে ৬টা পর্যন্ত চলবে।
এ ছাড়া, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতামানের ব্যাপারে বিস্তারিত জানতে প্রার্থীদের গেল-এর ওয়েবসাইটে যেতে হবে।