কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়ার সুযোগ। প্রতীকী ছবি।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ অনেকেই হাতছাড়া করতে চান না। আগেই শুর হয়েছে স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া। যার সময়সীমা প্রথমে ১৯ এপ্রিল পর্যন্ত থাকলেও পরে বাড়ানো হয়েছিল।যে সমস্ত পড়ুয়া ২০২৩ বর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে পড়তে চান, তাঁদের কাছে এখনও সুযোগ রয়েছে প্রবেশিকা পরীক্ষায় বসার। কারণ, ১৯ এপিলের পরিবর্তে ৫ মে পর্যন্ত আবেদন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে, এ বার সেই সময়সীমা শেষ হতে চলেছে শীঘ্রই।
কী ভাবে আবেদন করবেন:
যে শিক্ষার্থীরা ইউজিসি স্বীকৃত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট (কুয়েট) দিতে হয়।