সিএসআইআর-সিজিসিআরআই। সংগৃহীত ছবি।
যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা সংস্থায় একটি প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের দু’টি সংস্থার অর্থ সহায়তায় গবেষণা প্রকল্পটি পরিচালিত হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম—’ডেভেলপমেন্ট অ্যান্ড স্কেল আপ অফ ইন্ডিজেনাস নেক্সট জেনারেশন সলিড অক্সাইড ফুয়েল সেল টেকনোলজি অ্যান্ড ডিমনস্ট্রেশন অফ প্রসেস লাইন (১০কেডব্লিউ) ফর প্রোটোটাইপ প্রোডাকশন ’। প্রকল্পটির জন্য অর্থ যোগান দেবে কেন্দ্রের সেন্টার ফর হাই টেকনোলজি (সিএইচটি) এবং অয়েল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (ওআইডিবি)।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ রয়েছে একটি। এই পদে প্রাথমিক ভাবে এক বছরের জন্য কর্মীদের নিয়োগ করা হলেও পরবর্তী কালে এই মেয়াদ আরও এক বছর বাড়তে পারে। এর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩১,০০০ টাকা সাম্মানিক ছাড়াও বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার নানাবিধ মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
এর জন্য আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ১৩ ফেব্রুয়ারি। এর পর এই পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রতিষ্ঠানে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ১৫ ফেব্রুয়ারি। ওই দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে প্রার্থীদের। নিয়োগ সংক্রান্ত বাকি তথ্য জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।