crpf

৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ করবে সিআরপিএফ, মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন

নিয়োগের পর বেতন হবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ১৭:২৩
Share:

সিআরপিএফ-এ কনস্টেবল নিয়োগ। প্রতীকী ছবি।

সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সে (সিআরপিএফ) প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

Advertisement

কনস্টেবল এবং টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে। মহিলা এবং পুরুষ মিলিয়ে ৯০০০ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। নিয়োগের পর বেতন হবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ভারতের নাগরিক হতে হবে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকা প্রয়োজন।

Advertisement

কম্পিউটারের পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট (পিএসটি), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (পিইটি), ট্রেড টেস্ট, নথি যাচাইকরণ এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

চাকরিপ্রার্থীরা অনলাইনে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। কম্পিউটার বেসড পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ২০ থেকে ২৫ জুন। ১ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে পরীক্ষা হতে পারে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিআরপিএফ-এর ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement