জয়েন্ট এন্ট্রান্স মেইন্স পরীক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ড জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২২-এর কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করেছে। যে সব পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স মেইন্স পরীক্ষা ও আর্কিটেকচার পরীক্ষায় পাশ করেছেন, তাঁরা এই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ডের সরকারি ওয়েবসাইট (wbjeeb.nic.in)-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ড আগামী ২৯ সেপ্টেম্বর থেকে জয়েন্ট এন্ট্রান্স মেইন্স পরীক্ষায় এবং ন্যাশনাল অ্যাপটিটুড টেস্ট ইন আর্কিটেকচার-এ উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের জন্য কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে নাম নথিভুক্তকরণের কাজ শুরু করবে। নথিভুক্তকরণের শেষ দিন ১১ অক্টোবর।
কাউন্সেলিংয়ের জন্য কী ভাবে আবেদন জানাবেন?
১. প্রথমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট- wbjeeb.nic.in-এ যেতে হবে। এ বার সেখানে ‘রেজিস্টার নিউ ক্যান্ডিডেট’-অপশনে ক্লিক করতে হবে।
২. এরপর নিজের আবেদনপত্রের নম্বর, রোল নম্বর, নাম এবং জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য দিতে হবে।
৩. তথ্যগুলি লেখা হয়ে গেলে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কাউন্সেলিং-এ অংশ নেওয়ার জন্য অর্থ জমা করতে হবে।
৪. এরপর আপনার জন্য একটি আসন বরাদ্দ করা হলে আসন গ্রহণের জন্য অর্থ জমা দিতে হবে।
৫. সমস্ত প্রয়োজনীয় নথি এ বার যাচাই করার জন্য জমা দিতে হবে।
৬. সবশেষে, আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে ভবিষ্যতের সুবিধার্থে।
২০২২-এর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কাউন্সেলিং-এ অংশ নিতে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়া ওপেন ক্যাটাগরির জন্য আসন গ্রহণের অর্থ ধার্য হয়েছে ৫০০০ টাকা এবং টিউশন মূল্য ছাড় পাওয়া ক্যাটাগরির (টিএফডাব্লিউ) জন্য ধার্য করা হয়েছে ৩০০০ টাকা।