উত্তর সঙ্কেত। প্রতীকী ছবি।
কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) পরীক্ষার অস্থায়ী (প্রভেশনাল) উত্তর সঙ্কেত প্রকাশিত হয়েছে। দ্য কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ় (এনএলইউএস)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্ল্যাট ২০২৩ এর অস্থায়ী উত্তর সঙ্কেত। প্রার্থীরা ১৯ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত অস্থায়ী উত্তর সঙ্কেতের বিষয়ে কোনও সমস্যা হলে আপত্তি জানাতে পারবেন।
কী ভাবে দেখতে পারবেন উওর সঙ্কেত:
দেখে নিন কী ভাবে উত্তর সঙ্কেতের উপর আপত্তি জানাতে পারবেন:
অফলাইনের মাধ্যমে গত ১৮ ডিসেম্বর ক্ল্যাট ২০২৩-র পরীক্ষা আয়োজিত হয়েছিল। চূড়ান্ত উত্তর সঙ্কেত আগামী ২৪ ডিসেম্বর ২০২২-এ প্রকাশিত হতে পারে।