ক্ল্যাট। প্রতীকী ছবি।
কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৩-এর চূড়ান্ত উত্তর সঙ্কেত (আনসার কী) প্রকাশিত হয়েছে। দ্য কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এনএলইউএস)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে উত্তর সঙ্কেত।
গত ১৮ ডিসেম্বর প্রাথমিক উত্তর সঙ্কেত প্রকাশিত হয়েছিল। যেখানে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা অভিযোগ জানাতে পেরেছিলেন। ২২ ডিসেম্বর এনএলইউএস-এর তরফে চূড়ান্ত উত্তর সঙ্কেত প্রকাশ করা হল।
ক্ল্যাট-এর উত্তর সঙ্কেত কী ভাবে ডাউনলোড করবেন দেখুন:
১৮ ডিসেম্বর ২০২২-এ ক্ল্যাট পরীক্ষা হয়েছিল। সাধারণত, দ্বাদশ শ্রেণির পর যে সমস্ত শিক্ষার্থী দ্য কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি-এর অধীনে আইন নিয়ে পড়াশোনা করতে চান বা আইন নিয়ে স্নাতক হওয়ার পর যাঁরা এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে চান, তাঁদের ক্ল্যাট পরীক্ষা দিতে হয়।