লেডি ব্রেবোর্ন কলেজে। নিজস্ব চিত্র।
প্রথাগত শিক্ষার বাইরে ছাত্রীদের কর্মমুখী শিক্ষাদানের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল লেডি ব্রেবোর্ন কলেজ। তিন মাসের ৩০ ঘন্টার বিশেষ পাঠক্রম জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করতে চলেছেন কলেজ কর্তৃপক্ষ।
প্রথাগত শিক্ষার প্রতি নতুন প্রজন্মের পড়ুয়াদের আগ্রহ অনেকটাই কমেছে, তার বদলে সময় উপযোগী বিশেষ পাঠক্রমের চাহিদা বাড়ছে। ছাত্রীদের প্রথাগত শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে অতিরিক্ত এই ধরনের কর্ম উপযোগী পাঠক্রমের প্রয়োজন দেখা দিয়েছে। এই বিষয়ের উপর কর্মশালার আয়োজন করা হবে আগামী বুধবার ১১ই অক্টোবর কলেজ ক্যাম্পাসে। লেডি ব্রেবোর্ন কলেজ এবং টাইমস অফ থিয়েটার (টট)-এর যৌথ উদ্যোগে এই দু’টি যুগ উপযোগী ‘অ্যাড অন কোর্স’ শেখানো হবে ছাত্রীদের।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপিকা অর্পিতা ভট্টাচার্য বলেন, “বর্তমান বাজারে শুধুমাত্র প্রথাগত শিক্ষা দিয়ে চাকরি পাওয়া কার্যত অসম্ভব। এই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ছাত্রীদের চাকরির সুবিধা করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
‘অডিয়ো থিয়েটার’ এবং ‘অডিয়ো ব্রডকাস্টিং’ কোর্সের মাধ্যমে মূলত শেখানো হবে পড়ুয়াদের কী ভাবে কথপোকথন হয় প্রফেশনাল জায়গায়, পাশাপাশি শেখানো হবে অভিনয়, অ্যাংকারিং এবং বাচিক শিল্প সম্বন্ধে ধারণা। এছাড়াও থাকছে কন্টেন্ট রাইটিং- এর উপর বিশেষ অনুশীলন।
এই বিষয়গুলির উপর ক্লাস করানো হবে কলেজর ছুটির পর, তার ফলে ছাত্রীরা প্রত্যেক মাসে ১০ ঘণ্টার বেশি ক্লাস করার সুযোগ পাবে না তাই তিন মাসের এই কোর্সে ৩০ ঘন্টা সময় ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ক্লাস করাবেন শিল্প জগৎ এবং মিডিয়ার ব্যক্তিরা।
এক একটি ব্যাচে ২৫ জন করে ছাত্রীদের নিয়ে ক্লাস শুরু করা হবে প্রথম পর্যায়ে। অর্থাৎ দুটি বিষয়ে ৫০ জনকে নিয়ে প্রথম পর্যায়ের ক্লাস শুরু করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে ফরাসি ভাষার উপরেও বিশেষ পাঠক্রম চালু করতে চলেছে লেডি ব্রেবোর্ন কলেজ।