CU Recruitment 2023

কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো নেওয়া হবে, কোন বিভাগে?

বায়োটেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৪:০৭
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রিসার্চ ফেলো নেওয়া হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

স্বল্প সময়ের জন্য বিশেষ প্রজেক্টের কাজে এই নিয়োগ হবে। বায়োটেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োটেকনোলজি/ বায়োকেমেস্ট্রি/ বোটানি/ মাইক্রো বায়োলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, নেট/গেট উত্তীর্ণ হতে হবে। যদি কারও সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকে, তা হলে তাঁকে প্রাধান্য দেওয়া হবে। প্রথমে ৬ মাস থাকবে কাজের মেয়াদ। তবে প্রয়োজন অনুযায়ী ৩ বছর পর্যন্ত মেয়াদ বাড়তে পারে।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে ২৮ এপ্রিল। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ঐ দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার। ১টি আবেদনপত্র, ২টি জীবনপঞ্জি, এবং শিক্ষাগত যোগ্যতা-সহ বাকি প্রয়োজনীয় নথির অরিজিন্যাল এবং স্ব প্রত্যয়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে।

Advertisement

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement