কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অটিজ়ম নিয়ে গবেষণামূলক কাজ হবে। শুক্রবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। সেই প্রকল্পের জন্যই গবেষক প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পটির জন্য অর্থ সাহায্য করবে একটি কেন্দ্রীয় সংস্থা। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রের ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থপুষ্ট। প্রকল্পটিতে নিয়োগ হবে রিসার্চ অ্যাসিসট্যান্ট বা রিসার্চ অ্যাসোসিয়েট পদে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে কর্মীদের অস্থায়ী ভাবে নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিযুক্তদের প্রকল্পের কাজ যত দিন চলবে বা যত দিন এর জন্য ফান্ডিং মিলবে, তত দিন এই প্রকল্পে কাজ করতে হবে। রিসার্চ অ্যাসিসট্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে ২০,০০০ টাকা প্রতি মাসে। অন্য দিকে, রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ হলে পারিশ্রমিক হবে ১৬,০০০ টাকা প্রতি মাসে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এডুকেশনে এমএ বা এমএড থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন সেট বা ইউজিসি নেট পাশের যোগ্যতা অথবা এমফিল/ পিএইচডি ডিগ্রি।
আগ্রহীদের কভার লেটার, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৪ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ২৬ এপ্রিল নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউয়ের স্থান এবং সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।