Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষার দিন বদল, কবে পরীক্ষা?

জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর কারণে পরীক্ষা বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৩:০৫
Share:

স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষার দিন বদল। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক এবং স্নাতকোত্তরের বেশ কিছু লিখিত পরীক্ষার দিন বদলানো হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

মোট ৬টি পরীক্ষার দিন বদল করা হয়েছে। পরিবর্তিত পরীক্ষার সময়সূচী অনুযায়ী, ২৮ জানুয়ারির পরীক্ষা ১০ ফেব্রুয়ারি হবে। ৩০ জানুয়ারির পরীক্ষাটি হবে ১১ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারির পরীক্ষা নেওয়া হবে ১৩ ফেব্রুয়ারি।

১ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি নেওয়া হবে। ২ ফ্রেব্রুয়ারির পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ১৭ ফেব্রুয়ারি। তবে, প্রতিটি পরীক্ষার সময় এবং বিষয় অপরিবর্তিত থাকছে।

Advertisement

এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এবং এই বিষয়ে বিস্তারিত জানা যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://caluniv.ac.in/।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement