বর্ধমান মেডিক্যাল কলেজ। ছবি: সংগৃহীত।
বর্ধমান মেডিক্যাল কলেজে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ল্যাব টেকনিশয়ান পদে নেওয়া হবে কর্মী। মাইক্রোবায়োলজি বিভাগের জন্য এই পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হওয়া দরকার। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যদি কোনও প্রার্থীর কম্পিউটারের কাজে দক্ষতা থাকে, তা হলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’-এ যাওয়া প্রয়োজন। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৪ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বর্ধমান মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে দেওয়া এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।