BECIL

পাঁচ পদে কর্মী নিয়োগ করবে বিইসিআইএল, বেতন কত?

সিনিয়র মনিটর, শিফ্‌ট ম্যানেজার, এগ্‌জিকিউটিভ অ্যাসিসট্যান্ট, লজিস্টিক অ্যাসিসট্যান্ট, সিস্টেম টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ১৪:৫৬
Share:

বিইসিআইএল। ছবি: সংগৃহীত।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল)-এর তরফে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিনিয়র মনিটর, শিফ্‌ট ম্যানেজার, এগ্‌জিকিউটিভ অ্যাসিসট্যান্ট, লজিস্টিক অ্যাসিসট্যান্ট, সিস্টেম টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে।

Advertisement

সিনিয়র মনিটর পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রার্থীকে সাংবাদিকতায় পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা-সহ দু’বছরের মিডিয়া অথবা নিউজ এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের প্রার্থীকে ৩৭,৩৫০ টাকা বেতন দেওয়া হবে।

শিফ্‌ট ম্যানেজার পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রার্থীকে, ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা-সহ এই বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের প্রার্থীকে ৩৩,৬১৫ টাকা বেতন দেওয়া হবে।

Advertisement

এগ্‌জিকিউটিভ অ্যাসিসট্যান্ট পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হতে হবে। এই পদের প্রার্থীকে ২২,১৪৬ টাকা বেতন দেওয়া হবে।

লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পারদর্শী হতে হবে কম্পিউটারেও। ওই পদের প্রার্থীকে ২০,৩৫৭ টাকা বেতন দেওয়া হবে।

সিস্টেম টেকনিশিয়ান পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে ইলেকট্রনিক্স বা কম্পিউটার নেটওয়ার্কিং-এর ডিগ্রি থাকতে হবে। এই পদের প্রার্থীকে ২০,৩৫৭ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীরা জীবনপঞ্জি-সহ প্রয়োজনীয় নথি ওয়েবসাইটে দেওয়া মেল আইডি-তে পাঠিয়ে দিতে হবে। পাশাপাশি, জীবনপঞ্জি-সহ প্রয়োজনীয় প্রত্যয়িত নথির হার্ড কপি ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ৫ জানুয়ারি ২০২৩-এর মধ্যে আবেদন জানাতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে বিইসিআইএল-এর ওয়েবসাইটটি দেখুন https://www.becil.com/।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement