Edugraph Summer Camp 202

খেলার ছলে গরমের ছুটি কাটাতে চাও? ‘টেলিগ্রাফ’-এর বিশেষ কর্মশালা দিচ্ছে দারুণ সুযোগ

স্কুলস্তরের পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরনের মজার কর্মসূচি নিয়ে চলতি বছরের অভিনব কর্মশালার আয়োজন করা হয়েছে। অনলাইনে চটজলদি নাম লিখিয়ে নিতে পারলেই সরাসরি যোগ দিতে পারবে সবাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১৫:৫৯
Share:

প্রতীকী চিত্র।

গরমে হাঁসফাঁস অবস্থা আট থেকে আশির। স্কুলগুলির ঝাঁপও বন্ধ। বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে গিয়েও নাজেহাল অনেকেই। কিন্তু তাই বলে শুধু টিভি দেখে বা গেম খেলেই কাটবে গরমের ছুটি? নতুন কিছু করার সুযোগ কি পাওয়া যাবে না? একেবারেই না। খেলার ছলে গান শেখা থেকে সাহিত্য চর্চা— সবেরই সুযোগ মিলবে এক ছাদের নীচে। ‘দ্য টেলিগ্রাফ অনলাইন এডুগ্রাফ’-এর সৌজন্যে স্কুলপড়ুয়াদের জন্য আয়োজন করা হয়েছে এক অভিনব ‘সামার ক্যাম্প’।

Advertisement

কলকাতার শ্রী শ্রী অ্যাকাডেমিতে ১৮ মে থেকে ১২ জুন পর্যন্ত চলবে এই বিশেষ কর্মশালা। এতে ৮-১২ বছরের পড়ুয়ারা ‘জুনিয়র’ বিভাগ এবং ১৩-১৮ বছর বয়সীরা ‘সিনিয়র’ বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবে। পড়াশোনায় আগ্রহ বাড়ানোর মতো বিষয় তো থাকছেই। পাশাপাশি এই কর্মশালায় মেয়েদের আত্মরক্ষার কৌশল, র‍্যাপ অ্যান্ড বিট প্রোডাকশন, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে হালের কে-পপ কিংবা থিয়েটার চর্চা— সবেতেই নিজেদের মেধা ও ক্ষমতা যাচাই করার সুযোগ পাবে পড়ুয়ারা।

কর্মশালার সমস্ত বিষয়গুলিই অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক, শিল্পী এবং পেশাদার ব্যক্তিদের তত্ত্বাবধানে শেখানো হবে। কী কী বিষয় শেখার সুযোগ থাকছে? দেখে নিন এক নজরে।

Advertisement

১. বৈদিক ম্যাথ

২. রোবোটিক্স

৩. অরিগ্যামি

৪. রক অ্যান্ড রোল ফ্যামিলি ডান্স

৫. স্টোরি রাইটিং

৬. ক্রিয়েটিভ রাইটিং

৭. মাইন্ডফুল মুভমেন্ট ফর জুনিয়রস

৮. মাইন্ডফুল মুভমেন্ট ফর সিনিয়রস

৯. কোডিং ওয়ার্কশপ

১০. কে-পপ

১১. মিস্টিক যোগা

১২. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / মেশিন লার্নিং

১৩. থিয়েটার

১৪. ফটোগ্রাফি

১৫. বেসিক ইলেক্ট্রনিক্স

১৬. বেসিক অ্যাস্ট্রোনমি

১৭. মোবাইল ফিল্ম মেকিং

১৮. কার্ডস্ট্যাকিং

১৯. সেলফ ডিফেন্স ওয়ার্কশপ ফর গার্লস

২০. কমিক আর্ট

২১. স্পিডকিউবিং

২২. কিকবক্সিং ফর বয়জ়

২৩. পটচিত্র

২৪. ফিনান্স ফান্ডামেন্টালস

উপরের যে কোনও বিষয় বেছে নিয়ে আগ্রহী পড়ুয়াদের নাম অনলাইনে নথিভুক্ত করতে হবে। এর জন্য অভিভাবকদের https://workshops.tt-edugraph.com/ ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে কর্মশালার সবিস্তার তথ্য। পড়ুয়ারা নিজেরাও এই তথ্য দেখে নেওয়ার সুযোগ পাবে। এর পরে পছন্দের বিষয় বেছে নিয়ে অংশগ্রহণকারীদের সমস্ত তথ্য জমা দিয়ে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নাম নথিভুক্ত করার সময়ে কর্মশালায় যোগদানের সমস্ত শর্তাবলি ভাল করে দেখে নিতে হবে।

তা হলে আর দেরি কেন? তাড়াতাড়ি নাম জমা দিতে হবে তো! না হলে গরমের ছুটির আসল মজাটাই হাতছাড়া হয়ে যাবে যে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement