বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
উচ্চমাধ্যমিক পাশের পর গ্র্যাজুয়েশনের পরিবর্তে অল্প সময়ের কোনও কোর্স করার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। ১ বছরের ডিপ্লোমা কোর্স করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।
২০২২-২৩ বর্ষের জন্য ‘সেলফ ফিন্যান্সিং ডিপ্লোমা প্রোগ্রাম’-এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। ভাস্কর্য এবং সাঁওতালি ফোকের উপর সেলফ ফিন্যান্সিং ডিপ্লোমা কোর্স করানো হবে।
মোট আসন সংখ্যা রয়েছে ৬০টি। ভর্তি হওয়ার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ হওয়া প্রয়োজন। ভাস্কর্যের ক্ষেত্রে কোর্স মূল্য ৯৪৫০ টাকা এবং সাঁওতালি ফোকের ক্ষেত্রে ৫৪৫০ টাকা প্রয়োজন।
ভর্তির প্রক্রিয়া:
ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথমে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়য়ের ওয়েবসাইটে যেতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। ভর্তি মূল্য বাবদ ১০০ টাকা দিতে হবে। শেষে সম্পূর্ণ আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে জমা দিতে হবে। ১২ মার্চ আবেদনপত্র পাঠানোর শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে হবে।