Short Term Course 2024

আত্মশৃঙ্খলা ও স্ব-সচেতনতার জন্য যোগব্যায়াম বিষয়ক পাঠ দেবে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠান

এটি ১২ ঘণ্টার স্বল্পমেয়াদী কোর্স। চলবে ১২ দিন ধরে। প্রতি দিন এক ঘণ্টা করে ক্লাস। ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ১৮:১১
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যোগ নিয়ে বিস্তারিত পড়াবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মূলত এই কোর্সে যোগ সংক্রান্ত বিস্তারিত সব বিষয় পড়ানো হবে। কোর্সটির নাম ‘ইয়োগা ফর সেল্ফ ডিসিপ্লিন অ্যান্ড সেল্ফ অ্যাওয়্যারনেস’। এটি ১২ ঘণ্টার স্বল্পমেয়াদী কোর্স। চলবে ১২ দিন ধরে। প্রতি দিন দু’ঘণ্টা করে ক্লাস। ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। কোর্সটি করার জন্য আলাদা কোনও যোগ্যতার মাপকাঠির বিস্তারিত উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। শিক্ষক, কর্মরত ব্যক্তি, পড়ুয়া-সহ যে কোনও আগ্রহী প্রার্থীই পড়তে পারবেন। বেনারসে গিয়েই যে কোর্সটি করতে হবে, তেমনটাও নয়। কারণ, অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই চলবে ক্লাস।

বেনারস বিশ্ববিদ্যালয়েরই কোনও পড়ুয়া এই স্বল্পমেয়াদী কোর্স করতে চাইলে তাঁকে ১২০০ টাকা জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোনও গবেষক বা শিক্ষকের ক্ষেত্রে ২৫০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের বাইরের পড়ুয়ার ক্ষেত্রে ১৫০০ টাকা এবং কর্মরতদের জন্য তিন হাজার টাকা ধার্য করা হয়েছে।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের সাহায্যে অনলাইনে টাকা জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৪ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement