পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (ডাব্লিউবিপিএসসি) জুনিয়র ইঞ্জিনিয়র পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। এর মাধ্যমে সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিকাল বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা কমিশনের সরকারি ওয়েবসাইট wbpsc.gov.in-এ গিয়ে বুধবার থেকেই আবেদন জানাতে পারবেন।
জুনিয়র ইঞ্জিনিয়র পদের জন্য রেজিস্টার করা যাবে ৭ ডিসেম্বর দুপুর ৩টে পর্যন্ত। আগেই এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন। এই পদের জন্য প্রার্থীরা অনলাইনেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদে প্রার্থীদের প্রাথমিক ভাবে সাময়িক সময়ের জন্য নিয়োগ করা হবে।
এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি অনুযায়ী, ৩৬ বছরের বেশি হওয়া উচিত নয়। সংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের এ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে। এ ছাড়া, আবেদন জানানোর জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং-এর সংশ্লিষ্ট বিষয়গুলিতে ডিপ্লোমাও থাকতে হবে।
এই পদে আবেদন জানাতে অসংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ১৬০ টাকা দিতে হবে। এসসি, এসটি ও পিডব্লিউডি ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের এই পদে আবেদন জানাতে কোনও টাকা জমা দিতে হবে না।
এ ছাড়া, একাধিক আবেদনপত্র পাঠালে প্রার্থীদের আবেদনপত্রগুলি খারিজ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।