Staff Selection Commission

এসএসসি সিজিএল পরীক্ষার উত্তর সঙ্কেত প্রকাশিত

পরীক্ষার্থীরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-থেকে প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেতগুলি ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ২১:২৫
Share:

এসএসসি সিজিএল পরীক্ষার উত্তর সঙ্কেত সংগৃহীত ছবি

বুধবার স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) সিজিএল ২০২১-এর পরীক্ষার উত্তর সঙ্কেত ও দ্বিতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-থেকে প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেতগুলি ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisement

আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেতগুলি সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এর আগে, গত ১৫ অক্টোবরই দ্বিতীয় স্তরের পরীক্ষার ফলপ্রকাশ করেছিল এসএসসি।

পরীক্ষার্থীরা কী ভাবে দ্বিতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেতগুলি ডাউনলোড করবেন?

Advertisement

১. প্রথমে এসএসসি-র সরকারি ওয়েবসাইট-ssc.nic.in-এ যেতে হবে।

২. এর পর হোমপেজে ‘কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এগ্জামিনেশন (দ্বিতীয় স্তর) ২০২১: আপলোডিং অফ ফাইনাল আনসার কি অ্যালং উইথ কোয়েশ্চেন পেপারস’-লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

৩. এ বার স্ক্রিনে উত্তর সঙ্কেত ও প্রশ্নপত্রগুলি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

৪. পরীক্ষার্থীরা এগুলি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

বুধবার বিকেল ৫টা থেকে ১০ নভেম্বর বিকেল ৫টা অবধি এই প্রশ্নপত্র ও উত্তর সঙ্কেত ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এর আগে ২৪ অগাস্ট এই পরীক্ষার প্রভিশনাল উত্তর সঙ্কেত প্রকাশ করেছিল এসএসসি। পরীক্ষার্থীদের সেই উত্তর সঙ্কেতগুলি নিয়ে আপত্তি জানানোর জন্য ২ সেপ্টেম্বর অবধি সময় দেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement