অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে একটি পরিবর্তন করল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয় ফিরতে মরিয়া কেকেআর শিবির। ইডেনের ২২ গজ দেখে দলে পরিবর্তন আনা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে স্পিন এবং ব্যাটিং শক্তি।
বৃহস্পতিবারের দলে স্পেনসার জনসনের জায়গায় এসেছেন মইন আলি। বাকি দল অপরিবর্তিত রয়েছে বলে টসের পর জানিয়েছেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ইডেনের ২২ গজে সুবিধা পেতে পারেন স্পিনারেরা। প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্পিন শক্তির উপর গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে কেকেআর। প্রথম তিন ম্যাচে তেমন ভাল পারফর্ম করতে না পারা অস্ট্রেলীয় জোরে বোলার জনসনকে তাই বাদ দেওয়া হয়েছে। প্রথম একাদশে এসেছেন মইন। ইংল্যান্ডের অলরাউন্ডার আসায় দলের ব্যাটিং গভীরতাও বৃদ্ধি পাবে।
কেকেআরের প্রথম একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, মইন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী।