Law

এআইএলইটি পরীক্ষা দিয়েছেন? উওর সঙ্কেত দেখে বুঝে নিন কেমন হয়েছে পরীক্ষা

যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল এআইএলইটি ২০২৩ এর পরীক্ষায়, তার প্রতিটি উত্তর দেওয়া রয়েছে উত্তর সঙ্কেতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৭:৩৪
Share:

এআইএলইটি। প্রতীকী ছবি।

দ্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এনএলইউ) দিল্লি অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট (এআইএলইটি) ২০২৩-এর উত্তর সঙ্কেত প্রকাশিত করেছে। এআইএলইটি ২০২৩-এর উত্তর সঙ্কেত এনএলইউ এর সরকারি ওয়েবসাইট থেকে দেখতে পারবেন পরীক্ষার্থীরা। যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল এআইএলইটি ২০২৩ এর পরীক্ষায়, তার প্রতিটি উত্তর দেওয়া রয়েছে উত্তর সঙ্কেতে।

Advertisement

১১ ডিসেম্বর ২০২২ তারিখে অফলাইনের মাধ্যমে নেওয়া হয়েছিল এআইএলইটি ২০২৩-এর পরীক্ষা। প্রায় ৩৯টি শহরে এআইএলইটি পরীক্ষা হয়েছিল। ইউনিভার্সিটিতে ১১০টি আসন রয়েছে বিএ এলএলবি-র জন্য, ৭০টি আসন রয়েছে এলএলএম-এর জন্য এবং ১৮টি আসন রয়েছে পিএইচডি প্রোগ্রামের জন্য। প্রতিটি আসনেই প্রার্থীরা ভর্তি হতে পারবেন এআইএলইটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে।

এক নজরে জেনে নিন কী ভাবে ডাউনলোড করবেন উত্তর সঙ্কেত

Advertisement
  • https://nludelhi.ac.in/home.aspx এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
  • এআইএলইটি ২০২৩ অ্যাডমিশন লেখার উপর ক্লিক করতে হবে।
  • এআইএলইটি ২০২৩ উত্তর সঙ্কেত লেখার উপর ক্লিক করতে হবে।
  • এআইএলইটি ২০২৩ উত্তর সঙ্কেত দেখতে পারবেন প্রার্থীরা।
  • পরবর্তী প্রয়োজনের জন্য এবং সম্ভাব্য নম্বর গণনা করার জন্য উত্তর সঙ্কেতের পিডিএফ ফাইল ডাইউনলোড করে রাখতে পারেন প্রার্থীরা।

এক বার উত্তর সঙ্কেত প্রকাশিত হয়ে গেলে প্রার্থীরা বুঝতে পারবেন তাঁদের সম্ভাব্য নম্বর এবং ভর্তি হওয়ার বিষয়ে প্রাথমিক ধারণা পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement