এআইএলইটি। প্রতীকী ছবি।
দ্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এনএলইউ) দিল্লি অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট (এআইএলইটি) ২০২৩-এর উত্তর সঙ্কেত প্রকাশিত করেছে। এআইএলইটি ২০২৩-এর উত্তর সঙ্কেত এনএলইউ এর সরকারি ওয়েবসাইট থেকে দেখতে পারবেন পরীক্ষার্থীরা। যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল এআইএলইটি ২০২৩ এর পরীক্ষায়, তার প্রতিটি উত্তর দেওয়া রয়েছে উত্তর সঙ্কেতে।
১১ ডিসেম্বর ২০২২ তারিখে অফলাইনের মাধ্যমে নেওয়া হয়েছিল এআইএলইটি ২০২৩-এর পরীক্ষা। প্রায় ৩৯টি শহরে এআইএলইটি পরীক্ষা হয়েছিল। ইউনিভার্সিটিতে ১১০টি আসন রয়েছে বিএ এলএলবি-র জন্য, ৭০টি আসন রয়েছে এলএলএম-এর জন্য এবং ১৮টি আসন রয়েছে পিএইচডি প্রোগ্রামের জন্য। প্রতিটি আসনেই প্রার্থীরা ভর্তি হতে পারবেন এআইএলইটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে।
এক নজরে জেনে নিন কী ভাবে ডাউনলোড করবেন উত্তর সঙ্কেত
এক বার উত্তর সঙ্কেত প্রকাশিত হয়ে গেলে প্রার্থীরা বুঝতে পারবেন তাঁদের সম্ভাব্য নম্বর এবং ভর্তি হওয়ার বিষয়ে প্রাথমিক ধারণা পাবেন।