অ্যাডমিট কার্ড প্রকাশ সংগৃহীত ছবি
২৯ সেপ্টেম্বর আইবিপিএস ক্লার্কের মূল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হল। অ্যাডমিট কার্ডটি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সার্ভিসেস (আইবিপিএস)-এর সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে। যাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছিলেন, কেবল মাত্র তাঁরাই এর মূল পরীক্ষায় বসতে পারবেন। আইবিপিএস ক্লার্কের মূল পরীক্ষাটি আগামী ৮ অক্টোবর আয়োজিত হবে।
কী ভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন?
১. প্রথমেই আইবিপিএস- এর সরকারি ওয়েবসাইট-https://www.ibps.in/-এ যেতে হবে।
২. এর পর হোমপেজে 'সিআরপি ক্লার্ক' লেখাটি খুঁজতে হবে।
৩. তার পর সেখানে 'সিআরপি ফর ক্ল্যারিকাল ক্যাডার ১২ মেন অ্যাডমিট কার্ড ২০২২' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪. এ বার নিজের লগ ইন ডিটেলস দিলেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে।
৫. অ্যাডমিট কার্ডে সমস্ত তথ্য সঠিক ভাবে দেওয়া আছে কি না দেখে সেটির একটি প্রিন্ট আউট করিয়ে পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে।