কোভিড-ধ্বস্ত ২০২০ সালে থমকে গিয়েছে গোটা বিশ্ব। কাজের ক্ষেত্র সঙ্কিত। সঙ্কুচিত কাজের পরিসরও। করোনা অতিমারির আবহে বিগত বছরের ৯টা মাস ধরে জীবন অনেকটাই থমকে। থমকে গিয়েছে বাঙালি এবং বাংলার মানুষের জীবনও। সমাজ-জীবন-কর্মক্ষেত্রে অনেক কিছুই করে ওঠা যায়নি। কিন্তু তার মধ্যেও পুরোপুরি দমিয়েও রাখা যায়নি মানুষকে। এই আবহেও বিশ্ব জুড়ে আপন আপন কর্মক্ষেত্রে অনেক বঙ্গবাসী সচল থেকেছেন। কেউ বাড়িয়ে নিয়েছেন নিজের কাজের পরিসর। কেউ সঙ্কুচিত পরিসরেই দেখিয়েছেন নজরে পড়ার মতো কৃতিত্ব। সেই জনগোষ্টীর মধ্যে বাঙালির সংখ্যাও বড় কম নয়। আনন্দবাজার ডিজিটাল খুঁজে বার করেছে তেমনই পাঁচজন কৃতীকে। যাঁরা ‘বছরের বেস্ট’! তাঁদের মধ্যে যেমন আছেন প্রবাসী বাঙালি, তেমনই আছেন বঙ্গভাষী এবং বঙ্গবাসী মারোয়াড়ি গণিতজ্ঞ। রয়েছেন মাস্টারমশাই থেকে কোভিড-যোদ্ধা এবং অভিনেত্রী।