Basanta Utsav

অনাড়ম্বরই বসন্তোৎসবের ঐতিহ্য

রঙে-সুরে সহজ উৎসবের কথা কবি-পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের দিনলিপিতে। এখন যেন বসন্ত নয়, ভিড় মুখ্য ‘দৃশ্য বস্তু’ শান্তিনিকেতনে। বাহুল্যহীনতার শিক্ষা ফিরে আসুক এ বসন্তে।আড়ম্বর শব্দটার একটা অর্থ ‘মহারব’, জানিয়েছিলেন এই শান্তিনিকেতনেরই কৃতী মানুষ হরিচরণ বন্দ্যোপাধ্যায় (‘বঙ্গীয় শব্দকোষ’)।

Advertisement

রিম্পি

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০১:০২
Share:

রথীন্দ্রনাথ ঠাকুর। ফাইল চিত্র

শান্তিনিকেতন আমাদের কোলেপিঠে করে বড় করেছিল। অজান্তেই তৈরি করে দিয়েছিল দেখার চোখ। আর ভিতরের মনকে খুব যত্নে গড়ে তুলতে গিয়ে সে বুঝিয়ে দিয়েছিল সামান্যের মধ্যে রয়েছে ‘এক নিমেষের অসামান্য’ আলোক। সেই আলোকে খুঁজে নেওয়া চাই। তাই আমাদের মাথার উপরের খোলা আকাশটাকে শুধু তো একটা আকাশ মনে হয়নি। মনে হয়েছে, এই হল আমাদের মুক্তি। পাঠভবনে পড়ার দিনগুলোয় আমাদের মুক্ত মন দেখেছিল ও শিখেছিল প্রকৃতির ভিতরের সৌন্দর্যকে সহজে আপন করার মন্ত্র। তাই প্রকৃতির কোলে একটা করে ঋতু আসত আর দেখতাম আমাদের ইস্কুল তাকে হেসে-খেলে খুব সহজে বরণ করে নিচ্ছে। আমরাও যোগ দিতাম সেই আনন্দ-উৎসবে। সে আমাদের একেবারেই ঘরোয়া উৎসব। তার মধ্যে কোনও বাহুল্য নেই। নেই কোনও আড়ম্বর। গাছপালা যেমন সহজ, স্বাভাবিক ছন্দে ফুল ফুটিয়ে সৌন্দর্য্য ছড়ায় সীমায়-অসীমে, তেমনই শান্তিনিকেতনের উঠোনে ঋতু উৎসবগুলিও আপন ছন্দে বয়ে যেত। বিশেষ করে বসন্তোৎসব। আমাদের শৈশবের বসন্তোৎসবের ছবিটা বড্ড সহজ-সরল, আড়ম্বরহীন।

Advertisement

আড়ম্বর শব্দটার একটা অর্থ ‘মহারব’, জানিয়েছিলেন এই শান্তিনিকেতনেরই কৃতী মানুষ হরিচরণ বন্দ্যোপাধ্যায় (‘বঙ্গীয় শব্দকোষ’)। এই মহারব বা আড়ম্বরকে বাদ দিয়ে এ ভূমের বসন্তোৎসবের কথা দিনলিপিতে শুনিয়েছেন রথীন্দ্রনাথ ঠাকুরও (‘রবীন্দ্রভবন’-এ সংরক্ষিত)। ইংরেজি হরফে লেখা ‘বসন্তোৎসব’ শিরোনামে (মার্চ, পূর্ণিমা, ১৯২৯) সে বছরের উৎসবের বিবরণ দিচ্ছেন তিনি। সেই সময় রবীন্দ্রনাথ বিদেশে। রথীন্দ্রনাথই সামলাচ্ছেন যাবতীয় দায়িত্ব। দায়িত্ব সামলাতে গিয়ে নানা অভিজ্ঞতার কথা এই খাতায় লিখেছেন তিনি। সেখানেই উৎসবের সারা দিনটির ছবি আঁকছেন রথীন্দ্রনাথ, ‘আজ সকালে ভোর থেকে উৎসব শুরু হয়েছিল। ৬টার সময় আমতলায় সকলে উপস্থিত হয়েছিলেন। অমিয়বাবু বসন্ত থেকে কবিতা আবৃত্তি করলেন- তারপর নিরুপমা দেবী ও নুটু সুন্দরের নাটকের অংশ অভিনয় করলেন – তার সঙ্গে মেয়েরা কিছু নাচ ও গান করলো। বেশ হয়েছিল। অভিনয় শেষে আবির খেলা ও ছেলেদের গান অনেকক্ষণ হোলো।’ ‘আমতলা’ এই শব্দের ব্যবহারেই অনাড়ম্বর উৎসবটি যেন বেশ মিষ্টি, ঘরোয়া হয়ে ওঠে।

পাঠভবনের আমরা প্রথম বসন্তেই বুঝেছিলাম, শান্তিনিকেতনের এই উৎসবটি আসলে ঋতু বসন্তের উদ্‌যাপন। তা কোনও ভাবেই হন্তদন্ত ‘হোলি’ নয়। তখন অনুষ্ঠানটা হত গৌরপ্রাঙ্গণের মঞ্চে। বসন্তোৎসবের দিন সকালবেলায় শান্তিনিকেতন বাড়ির পাশ থেকে শুরু হত নাচের শোভাযাত্রা। আমরা হলুদ পোশাকে, গানের সঙ্গে নাচ করতে করতে এসে বসতাম মূল মঞ্চের সামনে। প্রাঙ্গণ-মঞ্চের মাথায় ছাতার মতন দাঁড়িয়ে থাকত বাঁ-পাশের জাম গাছের ডাল। একের পর এক ‘বসন্ত পর্যায়’-এর গানে ও নাচে ভরে উঠত চত্বর। অনুষ্ঠান সম্পূর্ণ শেষ হলে, তবেই হত একে-অপরকে আবির ছোঁয়ানো। কপালে ছোঁয়ানো আবির তো শুধু আবির নয়, তার মধ্যে মিশে থাকত রঙিন বসন্তের শুভেচ্ছাবার্তাও। ইতিমধ্যেই ছড়িয়ে-ছিটিয়ে বসে পড়ত আর এক প্রস্থ নাচ-গানের আসর। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে মাস্টারমশাইরাও আশ্রম প্রাঙ্গণ জুড়ে নিজেদের ইচ্ছে মতো ছোটো ছোটো দল করে গাইতে শুরু করতেন। বসন্তোৎসবের সকালবেলাটায় দেখা যেত, শান্তিনিকেতন এ ভাবেই খুব সহজে নাচে, গানে, রঙে রঙিন হয়ে উঠছে। সূর্য পাটে ঢলে পড়ার মুখে গৌরপ্রাঙ্গণেই মঞ্চস্থ হত রবীন্দ্র-সৃষ্টি, ‘চিত্রাঙ্গদা’, ‘চণ্ডালিকা’, ‘মায়ার খেলা’, ‘শ্যামা’...।

Advertisement

রথীন্দ্রনাথের খাতায় সেই সময়ের বসন্তোৎসবের বিকেলের কথাও জানা যায়। ১৯২৯-এর বসন্তোৎসবের বিকেলে নন্দলাল বসু ও সুরেন্দ্রনাথ কর, যাঁদেরকে রথীন্দ্রনাথ ‘নন্দবাবু’ ও ‘সুরেনবাবু’ বলেছেন, তাঁরা গোটা ভারতবর্ষকে খুব সহজেই বসন্তোৎসবে মিশিয়ে দিয়েছিলেন। ‘ফ্যান্সি ড্রেস পার্টি’র আয়োজন করা হয়েছিল! ভারতের বিভিন্ন প্রদেশের সাজে সেজেছিলেন পড়ুয়ারা। এ ছাড়াও সন্ধ্যায় একটা ‘নতুন রকম’ অভিনয়ের ব্যবস্থা করা হয়েছিল। মেয়েরা মুখোশ পরে জাপানি পুতুল সেজে অভিনয় করে দেখিয়েছিলেন একটা জাপানি পুতুলের দোকানের ঘটনাকে। এক দিক থেকে যেমন সকালের উৎসবে মিশে গিয়েছিল সমগ্র ভারতবর্ষ, ঠিক সে ভাবেই বিকেলের অভিনয়ে মিলে গেল দেশ এবং বিদেশ।

আসলে রবীন্দ্রনাথ তো জাপানকে শুধু বিদেশ হিসেবে দেখেননি, তিনি চেষ্টা করেছিলেন চিন, জাপান, ভারতবর্ষ— সবকে মিলিয়েই এশিয়ার প্রাচীন সভ্যতাগুলির মধ্যে আদান-প্রদানের সম্পর্ক তৈরি করার। তাই হয়তো সেই সময় এই জাপানি পুতুলের নাটক অভিনীত হয়েছিল। এ ছাড়াও আরও একটি বিষয় খেয়াল করার মতো। কেবল রবীন্দ্রনাথের রচনাই বসন্তোৎসবে অভিনীত হবে এমন বিধিনিষেধ তখন গড়ে ওঠেনি। তাই রবীন্দ্রনাথের রচনা ছাড়াও অন্য নাটকও অভিনীত হতে দেখা গিয়েছিল। খাতায় রথীন্দ্রনাথ আরও লিখেছেন, ‘রাত্রে অভিনয়ের পর টেনিস কোর্টে একত্রে সকলের খাওয়ার ব্যবস্থা’-ও ছিল ওই দিন। সব মিলিয়ে উৎসবটা জমেছিল খুব।

রথীন্দ্রনাথের খাতা পড়ে আমরা বুঝতে পারি, পুরনো শান্তিনিকেতনের উৎসব-যাপন কতটা নিজস্ব। রবীন্দ্রনাথের কাছে উৎসব মানেই হল ‘অংশগ্রহণ’। সহজ ভাবে উৎসবে যোগ দান করে সকলে যাতে আনন্দ পান, তা রবীন্দ্রনাথ সবসময় চাইতেন।

কিন্তু আক্ষেপ, বর্তমানের বসন্তোৎসব উদ্‌যাপনের সঙ্গে রবীন্দ্রনাথের উৎসব ভাবনার মিল নেই বললেই চলে। সমসময়ে আশ্রম প্রাঙ্গণে বসন্ত নয়, ভিড়টাই যেন মুখ্য হয়ে উঠেছে। শান্তিনিকেতন হয়ে উঠেছে ‘দৃশ্য বস্তু’। যা রবীন্দ্রনাথের অভিপ্রেত ছিল না। এমনকি, পলাশের ডাল ভেঙে ফুল ছিঁড়ে ফুলের মালা বিক্রির ব্যবসাও বসন্তোৎসবের সকালে এখন রমরমিয়ে চলে। কিন্তু আমাদের পুরনো শান্তিনিকেতন তো প্রকৃতিকে বিনষ্ট করে ঋতুর উদ্‌যাপন করতে শেখায়নি কোনও দিন। বরং ধুলোয় পড়ে থাকা ঝরা পলাশ আঁচলে কুড়িয়ে, নিজে হাতে মালা গেঁথে, বসন্তকে ছুঁতে শিখিয়েছিল।

এখন যদি মুক্তির পথ খুঁজতে বলা হয়, তাহলে মনে হয় একটিমাত্র পথই বেঁচে আছে। আমরা যদি যে যার নিজেদের জায়গায় শান্তিনিকেতনের ধরনে বসন্তোৎসব উদ্‌যাপনের আয়োজন করতে পারি, তবে নিশ্চিত আমাদের কাছে খুব সহজে সুন্দরের আনন্দ এসে ধরা দেবে। শান্তিনিকেতনও সম্প্রসারিত হবে চতুর্দিকে।

আমাদের পাঠভবনের শিক্ষা, বিশ্বের মাঝে শান্তিনিকেতনকে ছড়িয়ে দেওয়ার। আর বিশ্বকে নিয়ে আসা শান্তিনিকেতনের পরিসরের মধ্যে। এখন সময়, সেই শিক্ষায় পুনরায় আমাদের সকলের শিক্ষিত হওয়া। আমরা যদি এ ভাবেই নিজের মতো করে নিজেদের জায়গায় বসন্তোৎসব করতে পারি, তাহলে রবীন্দ্রনাথের বসন্ত খুব সহজে তার সৌন্দর্য নিয়ে ছড়িয়ে পড়বে দেশ-বিদেশে।

লেখক পাঠভবন ও বিশ্বভারতীর প্রাক্তনী, মতামত নিজস্ব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement