মানুষ ভোর থেকে লাইন দিতে বাধ্য হচ্ছেন।
ইন্ডিয়ান অয়েলের তরফে এলপিজি নিয়ে হাজারও আশ্বাস সত্ত্বেও, গত তিনদিন ধরে তাদেরই কিছু কিছু ডিলার বন্ধ রেখেছেন হোম ডেলিভারি।
সেই ছবি দেখা গেল দমদম রোডের ওপর, হনুমান মন্দিরের উল্টোদিকে, নাগেরবাজার অঞ্চলের এক ইন্ডেন ডিলারের দোকানের সামনে।
গত দু’দিন যাবৎ মানুষ ভোর থেকে লাইন দিতে বাধ্য হচ্ছেন এই দোকানের সামনে। ডিলারের বক্তব্য, কোনও ডেলিভারি ম্যান কাজে যোগ দিছেন না, তাই তারা হোম ডেলিভারি বন্ধ রেখেছেন।
সরকারের তরফে বিভিন্ন বিষয়ে যোগান ও হোম ডেলিভারির ব্যাপারে হাজারও উদ্যোগ নেওয়া হলেও, সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার বিষয়ে তেমন কোনও ব্যবস্থা এখনও অবধি নেওয়া হয়নি।
যদিও এবিষয়ে বার বার টুইট করেও ইন্ডিয়ান অয়েলের তরফে এখনও অবধি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আমরা অসুবিধায় রয়েছি।