পুস্তক পরিচয় ৬

নতুন করে

বঙ্কিমচন্দ্রের বিজ্ঞানরহস্য প্রথম প্রকাশিত হয় ১৮৭৫ সালে। বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্র থেকে প্রকাশ পেল তারই সটীক সংস্করণ, (সম্পা: রতনকুমার নন্দী ও পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, ১০০.০০)। গবেষণা কেন্দ্র থেকেই গৌতম সরকারের পরিশ্রমী গবেষণা বঙ্কিমচন্দ্রের বাড়ি-র দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল নতুন তথ্য, রেখাচিত্র ও আলোকচিত্র সংযুক্ত হয়ে।

Advertisement
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০১
Share:

বঙ্কিমচন্দ্রের বিজ্ঞানরহস্য প্রথম প্রকাশিত হয় ১৮৭৫ সালে। বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্র থেকে প্রকাশ পেল তারই সটীক সংস্করণ, (সম্পা: রতনকুমার নন্দী ও পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, ১০০.০০)। গবেষণা কেন্দ্র থেকেই গৌতম সরকারের পরিশ্রমী গবেষণা বঙ্কিমচন্দ্রের বাড়ি-র দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল নতুন তথ্য, রেখাচিত্র ও আলোকচিত্র সংযুক্ত হয়ে।

Advertisement

মাত্র তেরো বছর বয়সে অনুশীলন সমিতিতে যোগ দেন সতীশ পাকড়াশী। অর্জুন গোস্বামীর সম্পাদনায় প্রকাশিত হয়েছে তাঁর বিপ্লবী জীবনের দুর্লভ স্মৃতি অগ্নিদিনের কথা (সাগ্নিক বুকস, ১২০.০০)।

স্ত্রীর প্রয়াণের পর তাঁকে নিয়ে গুরুসদয় দত্ত সরোজ-নলিনী নামে যে স্মরণগ্রন্থ লেখেন, সেটি সুপরিচিত। এ বারে রাজীব কুণ্ডুর সম্পাদনায় প্রকাশিত হল তারই সটীক সংস্করণ, সঙ্গে রয়েছে সরোজনলিনীর নিজস্ব লেখা ও নানা সংশ্লিষ্ট প্রতিবেদন (অবভাস, ২২০.০০)।

Advertisement

শ্রীঅরবিন্দকে নিয়ে মনোজ দাসের বিখ্যাত বইটির গোপা বসু কৃত অনুবাদ বিংশ শতাব্দীর প্রথম দশকে শ্রীঅরবিন্দ প্রকাশিত হল সুপ্রিয় ভট্টাচার্যের সম্পাদনায় (সাগ্নিক বুকস, ২০০.০০)। আছে দুর্লভ তথ্য-ছবি।

মনোমোহন গঙ্গোপাধ্যায়ের জলপথে মুর্শিদাবাদ সাহিত্যরসসিক্ত, আবার ইতিহাসের প্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ ভ্রমণকাহিনি। গৌতম কুমার দে-র সম্পাদনায় পুনঃপ্রকাশিত হল পরশপাথর থেকে (১৭৫.০০)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement